সূচীপত্র দশম পরিচ্ছেদ পার্বতী আসিয়া দেখিল , তাহার স্বামীর মস্ত বাড়ি। নূতন সাহেবী ফ্যাশনের নহে , পুরাতন সেকেলে ধরনের। সদর মহল , অন্দর মহল , পূজার দালান , নাটমন্দির , অতিথিশালা , কাছারি - বাড়ি , তোশাখানা , কত দাসদাসী - পার্বতী অবাক হইয়া গেল। সে শুনিয়াছিল , তাহার স্বামী বড়লোক , জমিদার। কিন্তু এতটা ভাবে নাই। অভাব শুধু লোকের। আত্মীয় , কুটু’ - কুটু’িনী কেহই প্রায় নাই। অতবড় অন্দর মহল জনশূন্য। পার্বতী বিয়ের কনে , একেবারে গৃহিণী হইয়া বসিল। বরণ করিয়া ঘরে তুলিবার জন্য একজন বৃদ্ধা পিসী ছিলেন। ইনি ভিন্ন কেবল দাসদাসীর দল। সন্ধ্যার পূর্বে একজন সুশ্রী সুন্দর বিংশবর্ষীয় যুবাপুরুষ প্রণাম করিয়া অদূরে দাঁড়াইয়া কহিল , মা , আমি তোমার বড়ছেলে। পার্বতী অবগুণ্ঠনের মধ্য দিয়া ঈষৎ চাহিয়া দেখিল , কথা কহিল না। সে আর একবার প্রণাম করিয়া কহিল , মা , আমি তোমার বড়ছেলে - প্রণাম করি। পার্বতী দীর্ঘ অবগুণ্ঠন কপালের উপর পর্যন্ত তুলিয়া দিয়া এবার কথা কহিল। মৃদুকণ্ঠে বলিল , এস বাবা , এস। ছেলেটির নাম মহেন্দ্র। সে কিছুক্ষণ পার্বতীর মুখপানে অবাক হইয়া চাহিয়া রহিল ; তৎপর অদূরে বসিয়া পড়িয়া বিনীতস্বরে বলিতে লাগিল ...